X-গার্লফ্রেন্ড_অফিসের_বস
❣️❣️
পর্ব :- ২
writer 📝 :- Mohammad Alauddin sheikh (গল্প লেখক)
::
::
পরিবারের বড় ছেলেদের কষ্টগুলো হয়তো,, চার দেওয়ালের মধ্যেই থেকে যায় 😢
পেটে খুদা রয়েছে,, তবুও কেনো জানি খেতে ইচ্ছা করছে না,,
মাথার মধ্যে একটি চিন্তাই ঘুরপাক খাচ্ছে,,,আগামীকাল বাবা-মার জন্য ঔষুধ,,
বোনের টিউশনির খরচ,, কলেজের মাসিক খরচ আমি কিভাবে দিবো? 😢
আমার কাছে তো একটি টাকাও নেই!
::
::
হঠাৎ আমার রুমে আমার ছোট বোনটি আসলো,,,
হাতে দেখি খাবারের প্লেট,,
:-ভাইয়া? (বোন আমাকে ডাকলো)
:-হুমম,,,,তুই আবার আসলি কেনো? আর এগুলো কি? (আমি)
:-খাবার? নেও খাবারটা খেয়ে নেও? (বোন)
:-বোন,,আমার তো খুদা লাগে নি? আমি খাবো না তুমি নিয়ে যাও? (আমি হাঁসিমুখে বললাম)
(এটি বলার পর,,,বোন আমার মাথার কাছে এসে বসলো,,,,
:-ভাইয়া মিথ্যা বলছো কেনো? আমি জানি তোমার অনেক খুদা লাগছে? (বোন)
:-আরে মিথ্যা বলবো কেনো? আমি কি আমার মিষ্টি বোনকে মিথ্যা বলতে পারি? 😊 (হাঁসি দিয়ে রোদেলাকে আমার বুকে জড়িয়ে নিলাম)
(আর হ্যা,,আমার বোনের নাম রোদেলা)
:-হইছে,,আর মিথ্যা বলতে হবে? তুমি উঁঠে বসো আমি খাইয়ে দিচ্ছি? 🙂 (রোদেলা)
:-তাই,,,তুই খাইয়ে দিলে,, খুদা না থাকলেও খাবো? (আমি)
:-তাহলে উঁঠে বসো? ☺️
(তারপর আমি উঁঠে বসলাম)
(রোদেলা খাবার আমাকে খাইয়ে দিতে লাগলো,,,
:-আচ্ছা তুই খাইছিস তো? (আমি)
:-হুমম,,আমি খাইছি? (রোদেলা)
:-গুড!! (আমি)
:-আচ্ছা ভাইয়া,,,একটি কথা বলি? (রোদেলা)
:-হুমম বল?
:-ভাইয়া,,,আমাদের জন্য তোমার অনেক কষ্ট হয় না? 😢 (মন খারাপ করে বললো)
:-কি বলছিস পাগলি!! কষ্ট হবে কেনো? (আমি রোদেলার মুখে হাত দিয়ে বললাম)
:-এই যে,,, সংসার চালানো,,,আমার পড়াশোনার খরচ,,বাবাার ঔষুধ,, এতো টাকা দরকার!!
আমি জানি ভাইয়া,,তোমার অনেক কষ্ট হয়,, টাকা যোগার করতে? 😭😭 (রোদেলা কান্না করে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো)
:-আরে পাগলি কান্না করছিস কেনো? (আমি অবাক হয়ে)
:-আমরা তোমার জন্য কিছুই করতে পারি না,,,,জানো ভাই,,আমার অনেক কষ্ট হয়,, যখন তোমার কাছে টাকার কথা এসে বলি!!
আমি জানি,,আমার ভাইয়ার কাছে কোন টাকা নেই,,, কিন্তু তবুও আমি স্বার্থপরের মতো এসে তোমার কাছে বলি? 😭😭😭 (কান্না করে)
:-এই বোন কি বলছিস তুই এগুলো!!
তোরাই তো আমার সবকিছু,,,তোদের জন্যই তো আমি টাকা উপার্জন করি,,আর তুই এখন এগুলো বলছিস!!
পাগলি বোন আমার,,,শোন আমি আর বেকার নেই,,,আমি চাকরি পেয়েছি,,,তোর যখন যা দরকার আমার কাছে এসে বলবি,,তোর ভাইয়ার কাছে এসে বলবি!! 😢😢😢 (আমি)
:-আমি তোমাকে খুব ভালোবাসি ভাইয়া? 😭
:-আমিও তোদেরকে অনেক অনেকে ভালোবাসি,,,তোদের জন্য আমি সবকিছু করতে পারি 😢😢 (আমি)
((তোদের কথা চিন্তা করেই তো,, আমি আমার ভালোবাসার মানুষটির জন্য দূরে চলে আসছি,,,তোদের জন্য আমি সবকিছু ছাঁড়তে পারি রে 😢😢।
মনে মনে ভাবলাম)
:-ভাইয়া আমার একটি কথা রাখবে? 😢 (রোদেলা)
:-হুমম,,,অবশ্যই বল পাগলি? (আমি)
:- তুমি বেতন পেলে প্রথমে বাড়িতে একটি টিন দিয়ে ঘেড়া গোসলখানা দিবে? (রোদেলা)
:-কেনোরে গোসলখানা দিবো কেনো? 😳 (অবাক হয়ে আমি)
:-কারণ পুকুরে গোসল করতে গেলে,,, বোকাটে ছেলেরা বাজে দৃষ্টিতে তাঁকিয়ে থাকে? 😢😢) মাথা নিচু করে বললো)
(বিশ্বাস করুন,,,বোনের মুখে এই কথাটি শোনার পর।,
আমি কি বলবো বুঝতে পারছি না,,,রাগে আমার শরীর জ্বলতেছে,,😡😡
)
:-কে কে এমন করে আমাকে বল তুই? 😡😡 (আমি)
:-ভাইয়া,,তুমি রাগ করো না,,,উঁরা খারাপ!! যদি উঁরা তোমার কিছু করে দেয়/ 😢 (বোন আমার)
:-আমার কিছু হবে না,,তুই বল কে তোকে বিরক্ত করে? 😡😡 (আমি)
:-ভাইয়া প্লিজ তুমি রাগ করো না,,,আমি আর পুকুরে যাই না,,,পাশের বাসায় গিয়ে গোসল করি,,কিন্তু গোসল করতে গেলে উনাদের মুখের দিকে তাকানো যায়,,,
প্লিজ ভাইয়া,,তুমি রাগ না করে,,,,
দ্রুত বাড়িতে একটি কল বসাও,,আর টিন দিয়ে ঘেড়া দিবা? 😢😢 (রোদেলা)
:-আচ্ছা!! ঠিক আছে তুই এখন যা!! আর কোন সমস্যা হলে আমাকে বলবি কিন্তু? (আমি)
:-আচ্ছা ভাইয়া বলবো? তুমি ঘুমাও? (রোদেলা)
:-হুমম!! (আমি)
(তারপর রোদেলা ওর রুমে চলে গেলো)
::
::
::
আমি আজ ঘৃণিত আমার নিজের কাছে,,,
আমি পৃথিবীতে এমন একটি ভাই,,,
যে ভাই নিজের বোনের মুখে তাকে বিরক্ত করার কথা শুনেও কিছু করতে পারি না!! 😢😢
বোনের জন্য ভালো একটি গোসল খানা দিতে পারি না!! 😢
ছি্,,,আমি কিভাবে এই মুখ বোনকে দেখাবো!! 😢
এসব কথা ভাবতে লাগলাম,,আর নিজের অজান্তেই চোখের পাপড়ি বেয়ে দুইফোটা জল গড়ে পড়লো,,,😢😢
::
::
এতোদিন যেই চাপা কষ্টটা নিয়ে বেঁচে ছিলাম,,সেই কষ্টের মাত্রাটা আরো বেড়ে গেলো ৩ বছর পর ফারিয়াকে দেখার পর!!
বুক ফেটে কান্না আসতেছে 😭😭 কিন্তু জোড়ে কান্না করতে পারবো না!!
পরিবারের বড় বেকার ছেলেদের জীবনটা মনে হয় এমনই হয়!!
::
::
চাকরি না পেলে সমাজের অনেক মানুষের সমালোচনার মুখে পড়তে হয়,,,
যেটার সম্মুখে আমি পড়েছি!! পৃথিবীর প্রত্যেকটি বেকার ছেলে পড়েছে 😢😢😢
::
কিন্তু প্রকৃত যুক্তিটা হলো,,,,সমাজের সকলে সমালোচনা করতে পারে,,,,কিন্তু সেই ছেলেটির একটু আচ্ছাস দিতে জানে না তারা,,,
কারণ একটু আচ্ছাসে হয়তো,,সেই ছেলেটা আর বেকার নাও থাকতে পারে!!
আমরা শুধু পারি,,মানুষের ভুল ধরতে,,,,শুধু পারি না,,,তাদের ভুলটা শোধরানোর কোন বুদ্ধি দিতে 😢
::
::
আপনাদের কাছে একটি কথা বলি,,,সমাজে কিছু শিক্ষিত গাঁজাখোর মতখোর লোক আছে,,
যারা শিক্ষিত হয়েও অশিক্ষিতোদেরর মতো কাজ করে,,,,
গ্রামের গরীব পরিবারের কোন ছেলে যদি,,, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্জ পরীক্ষা দিতে যায়,,,তখন কিছু মানুষ কি বলেলে জানেন?
বলে,,"বাপে করছে চাষাগিরি,,,তার ছেলে মনে বিশ্বাবিদ্যালয়ে চান্জ পাবে,,,চান্জতো পাবেও না,,,বরং টাকা গুলো নষ্ট করে এসে,, এই চাষার কাজই করতে হবে"" 😢😢😢
যদি এই কথাগুলো সেই ছেলেটি শুনতে পায় না,,তার মনোবল ভেঙ্গে যায়,,,
তার ইচ্ছাগুলো নিমিষেই শেষ হয়ে যায় 😢😢
যদি তাদের কে উৎসাহ না দিতে পারেন,,,তাহলে প্লিজ এইসব কথা বলে তাদের স্বপ্নগুলো মেরে ফেলবেন না 🙏🏻
::
;:
যেমন,,,একজন এসে আমাকে বলতেছে,,,
আচ্ছা,,,এই গল্পটি আপনি কি কপি করে ছাঁড়তেছেন।
এই কথাটি যথেষ্ট গল্প লেখার ইচ্ছাটা মেরে ফেলার!!
শুনে রাখুন,,,এই লেখক,,আমি আলাউদ্দিন কোনদিন কারো গল্প কপি করিনি!! বরং এই ছোট্ট লেখকের গল্প কপি করেরে অন্যরা ছাঁড়ে!!
আর আপনারা বলেন,,,আমি গল্প কপি করি 😢😢
একটি গল্পের একেকটি পর্ব লিখতে ৩থেকে ৪ঘন্টা সময় লাগে যদি পর্বটি বড় করে লিখি!!
৩-৪ঘন্টা লেখার পর যদি এই কথা শুনতে হয়,,,তখন কেমন লাগে তা শুধু লেখকরাই জানে!! 😢
আর হ্যা,,,আমি attitude দেখাই না,,আর আমি নিজেকে famous ও ভাবি না!! 😢
#আমি_অতি_সাধারণ_একজন_লেখক_আমি_নিজেকে_সব_থেকে_ছোট্ট_লেখক_ভাবি
আর আমি অনেক গর্বিত কারণ,, আমার ১জন হলেও পাঠক রয়েছে!!
আমার গল্পে 1k লাইক লাগবে না,,,,আমার ১০টা লাইক পড়লেই খুঁশি,,কারণ আমার ১০জন হলেই পাঠক রয়েছে 😢😢
তাই প্লিজ কাওকে অপমান করে কথা বলবেন না!!
যাই হোক,,চলেন গল্পে ফিরি,,
::
;;
;:
::
::
যাই হোক,,আজ আমার চোখে ঘুম নেই,,,
ফারিয়াকে খুব মনে পড়ছে!!
আমার ফারিয়া এখনো আমারই রয়েছে,,কিন্তু ওর কাছে যাওয়ার অধিকার আমি হারিয়ে ফেলেছি!! 😢
::
ও এখন রাত্রের আকাশের চাঁদ,,আর আমি হলাম,,পৃথিবীতে থাকা ছোট্ট একটি বস্তু!! যে কিনানা শুধু চাঁদের আলোতে নিজেকে আলোকিত করতে পারবে,,,
চাঁদের কাছে কখনো যেতে পারবে না 😢😢
::
::
আমি থাকতে না পেরে,,আমার আরেকটি নাম্বার দিয়ে ফারিয়ার সেই নাম্বারটিতে ফোন দিলাম,,,,
প্রিয় মানুষের নাম্বারগুলো হয়তো কখনো ভুলা যায় না,,,
ফারিয়ার ফোনে কল ধুকেছে,,রাত বাজে ১১টা,,,
:-ত্রিংত্রিংত্রিংত্রিংত্রিং,,,,,, (রিং হচ্ছে)
:-ত্রিংত্রিংত্রিংত্রিংত্রিং... (রিং হয়ে যাচ্ছে,,কিন্তু ফোনটি ধরলো না)
(আবার ফোন দিলাম,,,
কিন্তু এবার ফোন ধুকতেই ফোনটি রিসিভ করলো,,,
:-হ্যালো,,আসসালামু আলাইকুম "! (ফারিয়া)
:-.........(আমি চুপ করেরে থাকলাম 😢 কি বলবো আমি,,আমি ফোন দিছি বুঝতে পারলে হয়তো আমাকে চাকরি থেকে বের করে দিবে?)
:-হ্যালো,,কে বলছেন? (ফারিয়া)
:-.......(আমি চুপ করেই আছি)
(৩বছর আগে কত রাত জেগে ফারিয়ার সাথে কথা বলেছি,,,ঘুমাতে দিতো না আমাকে!!
জোড় করে জাগিয়ে রাখতো!! আর সারা রাত কথা বলতো একাই,,,,
এটি আস্ত পাগলি ছিলো)
:-আজব তো,,ফোন দিয়ে কথা বলছেন না কেনো? (ফারিয়া কিছুটা অবাক হয়ে)
:-.........(আমি কথা বলতে চাইলেও,,কথা কেনো জানিনি মুখ থেকে বের হতে চাচ্ছে না 😢)
:-ধুররর,,,.....😡 (ফারিয়া রেগে বললো)
:-....(আমি চুপ)
(কিন্তু ফারিয়াও চুপ)
:-.......(ফারিয়া)
:-........(কি ব্যাপার ফারিয়া বুঝে ফেললো নাকি,,আমি ফোন দিছি)
:-......(কোন সারা শব্দ নেই ওপাশ থেকে!!কিন্তু লাইনটা কাটে নি)
:-.......(আমার সন্ধেহ হয়ে গেলো,,ফারিয়া হয়তো বুঝে ফেলেছে আমিই কল করেছি)
(তাই আমি দ্রুত ফোনটা কেটে দিলাম)
::
::
আল্লাহ,,যদি ধরা খেয়ে যাই,,তাহলে আমার খবর আছে!! 😟
কিন্তু কিছুক্ষণ পর আমার ফোন বেজে উঠলো,,,
তাঁকিয়ে দেখি,,ফারিয়া ফোন দিয়েছে!!
আমি দ্রুত ফোন কেটে দিলাম! আমি শিয়র ফারিয়া মনে করছে,,আমি ওকে ফোন করেছি!!
কেটে দেবার পর,,ফারিয়া আবার ফোন দিলো!!
এবার আমি ফোনটা বন্ধ করে রাখলাম!!
যদি কোনভাবে বুঝে ফেলে আমি তাহলে,,,আমার কপালে কি আছে,,আমি জানি না!! 😢😢
::
;:
যাই হোক,,তারপর আমি ঘুমিয়ে পড়লাম,,,
সকালে ঘুম থেকে উঠে গসল করে,,অফিসের জন্য বের হলাম!!
কিন্তু মাথায় আমার একটি চিন্তা,,, বাবা-মার জন্য ঔষুধ,,বোনের জন্য টাকা কোথায় পাবো!! 😢😢
কোথায় পাবো এখন এতোগুলো টাকা 😢
::
::
এদিকে আবার আমি রাত্রে দেরি করে ঘুমিয়ে ছিলাম বলে,, সকালে উঠতে দেরি হয়ে গিয়েছে!!
তাই অফিসে যেতে আধা ঘন্টা দেরি হয়ে গিয়েছে আমার!!
দেরি করতে চায়নি,,তারপরেও দেরি হয়ে গেলো!! 😢
জানি না,,দেরি করছি বলে আবার কিছু হয় নাকি 😢
::
::
আমি অফিসে ঢুকলাম,,,ফারহাদ ভাই আমাকে দেখে বললো,,,
:-কিহ্হ্ মিস্টার আলাউদ্দিন দেরি হলো যে? (ফারহাদ)
:-ভাই,,ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলো? (আমি)
:-দ্বিতীয় দিনেই দেরি!! (ফেরদোস)
:-মনে হয়,,ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে ছিলেন? (নাবিলা)
:-😂😂🤣😂🤣....(সকলে হেঁসে উঠলো কথাটি শুনে)
:-☺️☺️....(আমি লজ্জা পেয়ে আমার সিটে যাচ্ছি,,,
তখন পিছন থেকে,,,
পিয়ন চাচা ডাক দিলো,,
:-স্যার? (পিয়ন)
:-হুমম,,বলেন চাচা? (আমি)
:-আপনাকে মেডাম তার রুমে যেতে বলেছে? (চাচা)
:-কেনো 😢? (ভয়তে আমি)
(দেরি করছি বলে হয়তো কিছু বলবে)
:-জানি না,,আপনাকে ডাকছে?
(চাচা এই বলে চলে গেলো)
::
::
আমি মেডামের রুমে গেলাম,,
:-মেম,, আসতে পারি? (আমি)
:-জ্বি আসুন? (আমার দিকে তাঁকিয়ে)
:-মেডাম আমাকে ডেকেছেন? (আমি)
:-হুমম,,ডাকলাম!! দেরি করে অফিসে আসলেন কেনো? (ফারিয়া সাধারণভাবে বললো)
:-সরি মেডাম? দেরি হয়ে গিছে একটু? (আমি মাথা নিচু করে)
:-কেনো দেরি করলেন? আপনার স্ত্রী কি আপনাকে ছাড়ছিলো না? (ফারিয়া)
:-মেডাম,,আপনি ভুল ভাবছেন,,আমি বিয়ে করিনি!! (আমি)
:-বিয়ে করেন নি? (ফারিয়া)
(ফারিয়া ভেবেছিলো,,আমি হয়তো বিয়ে করেছি)
:-নাহ মেডাম? (আমি)
:-তাহলে দেরি করলেন কেনো? (ফারিয়া)
:-দেরি হয়েছে,,কারণ ঘুমটা দেরিতে ভেঙেছে? 😢 (আমি)
:-ঘুমাবেন তো চাকরি করতে আসছেন কেনো যত্তসব? 😡 (ধামকি দিয়ে ফারিয়া বললো)
:-সরি মেডাম ভুৃল হয়ে গিছে? আর দেরি হবে না? 😞 (মাথা নিচু করে আমি)
:-শুনুন,,,আর একদিন দেরি করলে,,চাকরি থেকে বের করে দিবো!!
আপনার চেহারা দেখার জন্য চাকরি দিই নি? 😡 (ফারিয়া)
:-ক্ষমা করে দিন মেডাম,,,আর কখনো দেরি করবো না? 😢😢 (আমি)
:-হুমম,,মনে থাকে যেনো? (ফারিয়া)
:-হুমমম,,থাকবে!! 😢😢মেডাম এখন,,তাহলে আমি আসি!! আপনার দেওয়া ফাইলের কাজটি শেষ করতে হবে? (আমি)
:-হুমম,,আসুন!! (ফারিয়া)
(তারপর যখন বের হয়ে আসতেছি,,,তখন ফারিয়া পিছন থেকে ডাকলো,,
:-শুনুন,, (ফারিয়া)
:-জ্বি মেডাম,, (আমি পিছন ফিরে তাঁকালাম)
:-এদিকে আসুন? (ফারিয়া)
(আমি সামনে গেলাম)
:- আপনার ফোনটা দেন? (ফারিয়া হঠাৎ আমার ফোন চাইলো)
:-😟😟...(আমি অবাক হয়ে তাঁকালাম)
:-কি হলো,,এভাবে তাঁকিয়ে আছেন কেনো? ফোন দেনন আপনার টা?
:-কিন্তু মেডাম কেনো? (আমি)
(মনে হয়,,,কালকে রাত্রে আমি ফোন দিছিলাম নাকি,,সেটি চেক করবে!!
চেক করলে তো ধরা খেঁয়ে যাবো,,
কারণ কল ডিটেল ডিলেট করিনি আমি)
:-কেনো,,পড়ে জানবেন!! এখন ফোন দিন? 😡 (রাগি গলায় বললো)
(তারপর আমি বাধ্য হয়ে ফোনটি দিলাম,,
:-লক কি? (মেডাম জিঙ্গাসা করলো)
(আমি পাস বলার পর,,,ফোনটি খুলে কল লিস্টে গেলো,,,
আমি হাফসা হাফসা দেখতে পাচ্ছিলাম,,,,
আমি তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম!! 😞😞
::
::
::
কিছুক্ষণ পর,,,,ফারিয়া তার সিট থেকে উঠে আমার সামনে আসলো,,,,
আমি তাঁকিয়ে দেখলাম,,ফারিয়া রাগে তার মুখ লাল হয়ে আছে,,,
:-মেডাম... 😟(আমি ভয়তে চুপ করে থাকলাম)
:-আমাকে ফোন দিছিলেন কেনো? 😡😡 (প্রচন্ড রেগে)
:-নাহ্,,মানে মেডামম.....😟 (আমি)
:-ঠাসসসসসসস...😡😡 (খুব জোড়ে আমাকে থাপ্পড় মারলো)
:-😢😢😢...(আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম)
::
::
::
::
::
::
(কেমন_হইছে_জানবেন_সারা_পেলে_পরের_পর্ব_খুব_দ্রুত_দিবো?)
::
::
::
::
::
::
::
#চলবে
::
::
::
বি.দ্র.ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন।
0 Comments:
Post a Comment